১৮ জানুয়ারি ২০২৫, শনিবার

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত ১

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুড়াতলি এলাকায় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এক ব্যক্তি রেললাইন দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে।

 

সর্বশেষ নিউজ