১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

জমিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেফতার বিএনপি নেতা মীর সপু

নিজস্ব প্রতিবেদক
spot_img

 

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বের হ‌ওয়ার পরপর‌ই ফটক থেকে ফের গ্রেফতার হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ‌স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শুক্রবার বিকেল ৪ টার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।‌ এরপর‌ই পুনরায় তাকে কারাগারের সামনে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জামিন পেয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

এর আগে ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ধানমন্ডির শংকরস্থ বাসা থেকে সরফত আলী সপুকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ।

সর্বশেষ নিউজ