শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে উদ্যাপন করা হলো দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে উপস্থিত দুদকের কর্মকর্তাকর্মচারীরা দুর্নীতি দমন এবং প্রতিরোধে কমিশনের সহযোগী হিসেবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তারা বিগত এক বছরে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড সম্পর্কে আলোকপাত করেন।
২০২২ সালে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে।
গত এক বছরে ডুসা দুদকে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সহায়তা, মরহুম কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক সহায়তা; দেশের বিভিন্ন এলাকার বন্যা দুর্গতদের ত্রাণ প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে। বিভিন্ন জাতীয় দিবস পালন করে। এছাড়াও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে নানামুখী কাজ করে।
২০২৩ সালে নতুন বছরে ডুসা সবার সহযোগিতায় দুর্নীতির বিরুদ্ধে অতীতের যে কোন সময়েরে চেয়ে অধিকতর সক্রিয় ভূমিকা পালন করবে মর্মে প্রত্যয় ব্যক্ত করে।
ডুসা’র সভাপতি দূদক উপপরিচালক মশিউর রহমান ও সাধারণ সম্পাদক দুদক উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম পলেন আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সরকার ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডুসা কাজ করে যাবে।
ডুসা প্রত্যাশা করে অনাগত দিনে দুদকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণ সাধন এবং দেশের দুর্নীতির লাগাম টানার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে