যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ার সুযোগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষার্থী। এরা হলেন- পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের রুম্পা সরকার, মো. শরীফ হোসেন ও রেজাউল করিম রিপন। তিনজনই হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথে সু্যোগ পেয়েছেন।
জানা যায়, রুম্পা সরকার বিশ্ববিদ্যালয়ের ৪৩তম, মো. শরীফ হোসেন ৪৪ত এবং রেজাউল করিম রিপন ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। এর মধ্যে রুম্পা ও শরীফ এপিডেমিওলজিতে এবং রিপন এনভায়রনমেন্টাল হেলথে পড়ার সুযোগ পেয়েছেন। জাবিতে পড়াশোনার পাশাপাশি তারা তিনি জনেই গবেষণার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।দেশ-বিদেশের খ্যাতনামা বিভিন্ন জার্নালে তাদের গবেষণাপত্র প্রকাশিত হয়।
অনুভূতি প্রকাশ করে রুম্পা সরকার বলেন, বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ছিল আমারও। অবশেষে তা পূরণ হচ্ছে। এটা সত্যিই আনন্দের।
শরীফ হোসেন অনুভূতি ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির হওয়ার পর স্বপ্ন দেখতাম। উচ্চশিক্ষার জন্য ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব’ সেই স্বপ্ন এখন হাতের মুঠোয়।
রেজাউল করিম রিপন অনুভূতি জানিয়ে বলেন, অনেকটা অপ্রত্যাশিতভাবেই আমার সুযোগটা হলো। আমার চতুর্থ বর্ষের পরীক্ষা চলমান অবস্থায় স্নাতকের ফলাফল ছাড়াই আমি এখানে পড়ার সুযোগ পেয়েছি। যা সত্যিই আনন্দের।
বিভাগের শিক্ষার্থীদের সফলতায় খুব খুশি জাবির পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মাহফুজা মোবারক। তিনি বলেন, ছাত্রদের এ সফলতা আমাদের জন্য গৌরবের। তারা বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, আমাদের জন্য গর্বের।