২০ জানুয়ারি ২০২৫, সোমবার

সাইকেল চালিয়ে কাশ্মীরের তরুণী যে কারণে ছুটে এলেন বাংলাদেশে

হিলি প্রতিনিধি
spot_img
spot_img

 

হাজার হাজার কিলোমিটার দূরের দেশ কাশ্মীর। পৃথিবীর ভূস্বর্গ হিসেবে খ্যাত কাশ্মীর নিয়ে আছে স্বপ্নময় গল্প। কাশ্মীরী মেয়ে নামে শিল্পী দিদারের একটি গান‌ও আছে। সেই কাশ্মীর থেকে এক কণ্যা এখন বাংলাদেশের মাটিতে। তাও এলেন সাইকেল চালিয়ে। কী অসম্ভব কাজ তার।

সাইকেলে ৪ হাজার কি.মি পথ পাড়ি দিয়ে কাশ্মীর থেকে ছুটে আসা ওই তরুণীর নাম ছাবিতা মাহাত।

শনিবার দুপুরে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এরপর বাংলাদেশ ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষে জয়পুরহাট জেলার উদ্দেশ্যে রওনা দেন ছাবিতা।

বাংলাদেশের কৃষ্টি কালচার জানতে ৪ হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বাংলাদেশ এসেছেন তরুণী ছাবিতা মাহাত।

বাংলাদেশে আসা ওই তরুণী জানান, তার বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এবার বাংলাদেশের সফর করতে এসেছেন। প্রতিদিন ১৫০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাবেন।

সর্বশেষ নিউজ