২৫ ফেব্রুয়ারি জেলায় জেলায় নীরব পদযাত্রা বিএনপির
বিএনপির চলমান রাজনৈতিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে নীরব পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা জোট।
বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ১০ দফাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিতে এই পদযাত্রা হবে।
শনিবার দেশের ১১টি মহানগরে পদযাত্রার পর বিএনপির নেতারা এই কর্মসূচি ঘোষণা করল দলটি।
বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস ময়মনসিংহে, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়নারায়ণগঞ্জে, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিলেটে, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বরিশালে, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহীতে, ভাইস চেয়ারম্যান বরকত উল্লা্হ বুলু খুলনায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান কুমিল্লায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গাজীপুরে, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ফরিদপুরে এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রংপুরে পদযাত্রা থেকে এইকর্মসূচি ঘোষণা করেন।
সকালে ফকিরাপুল পানির ট্যাংকের কাছে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ শেষে ১২ দলীয় জোটের সমন্বয়কারী জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার অভিন্ন এ কর্মসূচি ঘোষণা করেন।
গত ডিসেম্বের থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে অভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন শুরু করে। তারা গত দেড় মাসে সারাদেশে গণমিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় সমাবেশ কর্মসূচি করেছে।
গত ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে আন্দোলন শুরু করে বিএনপিসহ সমমনা জোটগুলো