৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা 

সিরাজগঞ্জ প্রতিনিধি
spot_img

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুছকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুছ দেশীগ্রামের বাসিন্দা। তিনি দেশী গ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, আব্দুল কুদ্দুছ দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা এলাকায় দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ জানতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ নিউজ