মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশে প্রচুর অবৈধ অস্ত্র ঢোকার খবর গোয়েন্দাদের কাছে রয়েছে। এটা বন্ধ করার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তিনি বলেন, আগামী রমজানে কেউ যাতে কৃত্রিমভাবে নিত্যপণ্যের দাম না বাড়াতে পারে সে জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পণ্যের ঘাটতি যেন না থাকে সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।
রোববার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক সভা সমাবেশ করার নামে কোনো রাজনৈতিক দল যেন অরাজকতা করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে।
কমিটির বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীও যেন অতি উৎসাহী হয়ে আইনের ব্যত্যয় ঘটে এমন কিছু না করে সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে। এমন ঘটনা ঘটলে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী জানান, সাইবার ক্রাইম বন্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিস বাংলাদেশে করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। তাদের কোনো প্রতিনিধি না থাকার কারণে সাইবার ক্রাইম বিষয়ে ব্যবস্থা নেয়া সম্ভব হয় না।
নিজ দেশে ফেরত যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের মধ্যে অনীহা দেখা যায়। তাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা এলাকায় এনজিওদের কার্যকলাপ আরও পর্যবেক্ষণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। রোহিঙ্গাদের নামে বিদেশ থেকে টাকা এনে তারা নিজেরাই খরচ করে এমন তথ্য আছে সরকারের কাছে।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ২১শে ফেব্রুয়ারিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে বিদেশি কূটনীতিকরা যাতে বিশেষ নিরাপত্তার মাধ্যমে শহীদ মিনারে গিয়ে ফুল দিতে পারেন সে ব্যপারে ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে নির্দেশনা দেয়া হয়েছে।