দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট এরই মধ্যে নিশ্চিত করেছে তিনটি দল। দল হলো- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত। শেষ দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার পথে আছে বাংলাদেশ ও পাকিস্তান।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মাধ্যমে চূড়ান্ত হবে এবারের যুবা বিশ্বকাপের চতুর্থ দল হিসেবে কোন দল যাবে সেমিফাইনালে। আজ স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১। এছাড়া আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটেও লাইভ দেখা যাবে খেলাটি।
টুর্নামেন্টটির ১৫তম আসরের সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়ই যথেষ্ট পাকিস্তান যুবাদের। তবে বাংলাদেশের সমীকরণ একটু জটিল। আগে ব্যাটিং করলে বাংলাদেশের যুবারা যদি ২৫০ বা এর চেয়ে কম রান করে সেক্ষেত্রে ম্যাচ জিততে হবে কমপক্ষে ৫০ রানের ব্যবধানে। আর যদি ২৫০ রান করে সেক্ষেত্রে জয় পেতে হবে ৫১ রানে।
যদি পাকিস্তান আগে ব্যাটিং করে, সেক্ষেত্রে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে ৩৮-৪০ ওভারের মধ্যে। বাংলাদেশকে যদি পাকিস্তান ৩০০ রানের লক্ষ্য দেয়, সেটা তাড়া করতে হবে ৩৯.৩ ওভারের মধ্যে। আর পাকিস্তান ২৫০ রান করলে সেটা টপকে যেতে হবে ৩৯ ওভারে।
পাকিস্তানের রানটা ২০০ এর মধ্যে আটকে রাখতে পারলে সেমিফাইনালে যেতে বাংলাদেশকে জিততে হবে ৩৮.৪ ওভারে। দেখা যাক, এতো সব সমীকরণ মিলিয়ে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারল কিনা সেটা দেখতে অবশ্য একটু অপেক্ষা করতেই হচ্ছে।