২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

গুলশানে ভবনে আগুন: নিহত যুবকের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক
spot_img

বহুতল আবাসিক ভবনে আগুন লাগার পর লাফিয়ে পড়ে প্রাণ হারানো ব্যক্তির নাম-পরিচয় জানা গেছে। তার নাম আনোয়ার হোসেন। বয়স ৩০ বছর।

রোববার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনোয়ারের ছোট ভাই জুলহাস হোসেন মরদেহ শনাক্ত করেন।

জুলহাস বলেন, আগুন লাগার পর আমার ভাই ভবন থেকে লাফিয়ে পড়েন বলে জানতে পেরেছি। পরে ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ শনাক্ত করি। আগুন লাগা ভবনের একটি বাসায় বাবুর্চির কাজ করতেন আমার ভাই।

এছাড়া নিহতের পরিচয় শনাক্তের কথা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়াও নিশ্চিত করেন।

এর আগে রোববার সন্ধ্যা সাতটার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত ঘটে। চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে অসে। আগুন লাগার ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন এবং ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ নিউজ