২০ জানুয়ারি ২০২৫, সোমবার

ট্রাম্পের মন্তব্যে ন্যাটোর সকল নিরাপত্তা ক্ষুণ্ন হয়েছে: জেনস স্টলটেনবার্গ

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

ন্যাটোর সদস্যভূক্ত রাষ্ট্রগুলো চাঁদা দিতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করবে না বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যে ন্যাটোর নিরাপত্তা ক্ষুণ্ন হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা এই সামরিক সংগঠনের প্রধান জেনস স্টলটেনবার্গ। খবর বিবিসি

তিনি বলেন, ট্রাম্পের এমন মন্তব্যের ফলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সৈন্যরা ঝুঁকির মধ্যে পড়বেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্যদেশে হামলা চালাতে রাশিয়াকে ‘উৎসাহিত’ করবেন তিনি।

ন্যাটোর নীতিমালা অনুযায়ী, জোটভুক্ত কোনো দেশ হামলার শিকার হলে, তাকে রক্ষায় অন্য সদস্যরা এগিয়ে আসবে।

এদিকে ন্যাটো নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যকে ‘ভয়াবহ’ ও ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত শনিবার এক সমাবেশে ট্রাম্প বলেন, তিনি একবার এক ন্যাটো নেতাকে বলেছিলেন, চাঁদা না দেওয়া সদস্যদেশকে তিনি রক্ষা করবেন না। তিনি আক্রমণকারীদের যা খুশি তা–ই করতে উৎসাহিত করবেন।

বৈঠকের স্মৃতিচারণা করে ট্রাম্প বলেন, ন্যাটোভুক্ত একটি বড় দেশের নেতা তাকে বলেছিলেন, ধরুন, তিনি পশ্চিমা এই সামরিক জোটের আর্থিক বাধ্যবাধকতা পূরণ করছেন না। আর তার দেশ রাশিয়ার হামলার শিকার হয়েছে। এই পরিস্থিতিতে তার দেশকে সহায়তায় যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে কি না।

জবাবে ওই ন্যাটো নেতাকে ট্রাম্প বলেছিলেন, ‘আপনি অর্থ দেননি? আপনি কর্তব্যবিমুখ? আমি আপনাকে রক্ষা করব না। আদতে আমি তাদের (রাশিয়া) যা খুশি তা–ই করতে উৎসাহিত করব। আপনাকে অর্থ দিতে হবে।’

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন ট্রাম্প। ট্রাম্প কোন ন্যাটো নেতাকে এ কথা বলেছেন, আর কবে কোথায় বৈঠকটি হয়েছিল, তা তিনি স্পষ্ট করেননি।

সর্বশেষ নিউজ