তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মিনাভিট পুষ্টি খাদ্যসহ ১৫০ রকম ঔষধ শুভেচ্ছা উপহার হিসাবে পাঠাবে গণস্বাস্থ্য কেন্দ্র।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গণস্বাস্থ্য কেন্দ্র।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধূরীর নির্দেশে ঢাকাস্থ তুরস্ক দূতাবাসে এ শুভেচ্ছা উপহার পাঠানোর কথা দূতাবাসের ত্রান কর্মসূচি সমন্বয়ক অফিসের পরিচালক সেভকি মারথ্ বারিশ এবং পরিচালক এর সহকারী মনজুর এলাহিসহ কর্মকর্তাদের কাছে জানানো হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষথেকে দশ হাজার প্যাকেট মিনাভিট ও ১৫০ রকম ঔষধ শুভেচ্ছা উপহার উপহার প্রদানের কথা
জানান।
দূতাবাসের পক্ষথেকে গণস্বাস্থ্য কেন্দ্রের মানবিক উদ্যোগকে বিনয়ের সাথে স্বাগত জানান।