আমিনবাজার-আগারগাঁও পর্যন্ত ২৩০ কিলোভোল্ট-এর গ্রিড লাইন বিকল হয়ে যাওয়ায় পুরো মোহাম্মদপুর ও মিরপুরসহ রাজধানীর পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মঙ্গলবার পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পিজিসিবি’র জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন বলেন, ভোর ৫টা ৫০ মিনিটে বিদ্যুতের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। ঘন কুয়াশার কারণে অনেক সময় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এটি সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটি নয়।
পিজিসিবি’র প্রকৌশলীরা ট্রান্সমিশন টাওয়ার যাচাই করে সিস্টেমটি পুনরুদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও ঢাকা সেনানিবাসসহ ঢাকা শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহের অন্যতম প্রধান উৎস আমিনবাজার-মোহাম্মদপুর গ্রিড লাইন। নিয়মিত গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকলেও এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় বিকল্প উৎসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।
ডিপিডিসি’র (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) মোহাম্মদপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়নি।
সূত্র : ইউএনবি