৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

সড়ক দুর্ঘটনায় জলপাইগুড়িতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

কাজে যাওয়ার পথে ভারতের জলপাইগুড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

মঙ্গলবার সকালে জলপাইগুড়ির ময়নাগুড়ির উল্লাডাবড়ি জোড়াবাঁধ এলাকায় ট্রাকের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাক্টরে চড়ে শ্রমিকরা কাজে যাওয়ার সময় উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়েন শ্রমিকরা। ট্রাক্টরে করে রেলের নির্মাণকাজে যাচ্ছিলেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই একজন শ্রমিকের মৃত্যু হয়। এরপর তাদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে আরো দু’জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো অন্তত ১৫ জন শ্রমিক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্রমিকদের বেশিরভাগই মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকার বাসিন্দা। রেলের ঠিকাদার সংস্থার কর্মী হয়ে নির্মাণকাজে এসেছিলেন তারা। চিকিৎসাধীন ১৫ জন শ্রমিকদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। পেশার তাগিদে ভিন্ন জেলায় কাজে গিয়ে এভাবে প্রাণ খোয়াতে হবে, তা ভাবতেও পারেননি কেউ। অথচ কাজে যাওয়ার সময়েই ঘটে গেল প্রাণঘাতী দুর্ঘটনা।

স্থানীয় জেলা প্রশাসন কর্মকর্তা নিহত শ্রমিকদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের পরিবারকে খবর পাঠিয়েছে। আহত শ্রমিকদের নজরে রাখা হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এই ঘটনার পর ওই রাস্তায় সাময়িক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

সর্বশেষ নিউজ