১৩ জুন ২০২৫, শুক্রবার

সব মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস, মুক্তিতে বাধা নেই

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

নাশকতার ঘটনায় রাজধানীর রমনা থানায় করা আরেকটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফলে তার মুক্তিতে আর বাধা নেই। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এ নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে গত ২৮ অক্টোবরের পর করা ১১টি মামলার মধ্যে ১০টি মামলায় জামিন পান তিনি। আজ আবার একটি মামলায় জামিন পাওয়ায় ১১ টিতেই জামিন পেলেন তিনি।

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী গতকাল বলেছেন, গত ২৮ অক্টোবরের পর রাজধানীর পল্টন থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ছয়টি মামলা হয়। আর রমনা থানায় মামলা হয় চারটি। এ ছাড়া তার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় আরও একটি মামলা হয়। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলায় জড়িত থাকার অভিযোগে করা মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস।

সর্বশেষ নিউজ