৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক
spot_img

মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলটি।

দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলটির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতারা শহীদ মিনারে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এনি, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, নাজিম উদ্দিন আলম, আব্দুস সাত্তার পাটোয়ারী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহসাংগঠনিক সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

এর আগে এদিন সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলটির অঙ্গ সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন নেতারা ভাষা শহীদদের কবর জিয়ারত করেন।

কর্মসূচির অংশ হিসেবে সকালে ব্যাজ সহকারে নীলক্ষেত বলাকা সিনেমা হলের সামনে জমায়েত হন এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।

সর্বশেষ নিউজ