১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

২১ ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: র‍্যাব মহাপরিচালক

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহিদ মিনার এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

র‍্যাব মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তবে যে কোনো ধরনের নাশকতা রোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, শহিদ মিনারের আশেপাশে সাদা পোশাকে থাকবে র‍্যাবের গোয়েন্দা সদস্যরা। এছাড়া ডগ স্কোয়াড, সিসিটিভি ক্যামেরা, হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা রাখা হবে নজরদারির মধ্যে। যেকোনো উসকানি নিয়ন্ত্রণে ভার্চুয়াল জগতে র‍্যাবের সাইবার টিম কাজ করবে। কেন্দ্রীয় শহিদ মিনারের পাশাপাশি সারাদেশের সব অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করবে র‍্যাব।

সর্বশেষ নিউজ