২০ জানুয়ারি ২০২৫, সোমবার

কূটনৈতিক সম্পর্ক তলানিতে, ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

গাজা ইস্যুতে ইসরায়েল-ব্রাজিল সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। ঘটনার শুরু ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার এক মন্তব্যকে ঘিরে। পরে উভয় দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের ডেকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশ দুইটি। এই পরিস্থিতিতে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রোববার (১৮ ফেব্রুয়ারি) ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘গাজা উপত্যকায় যা চলছে তা যুদ্ধ নয় বরং গণহত্যা। এটি সৈন্যদের বিরুদ্ধে সৈন্যের লড়াই নয়। এটি একটি অসম লড়াই, যেখানে শিশু ও নারীদের বিরুদ্ধে একটি সুসজ্জিত বাহিনীর লড়াই।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা গাজায় ইসরায়েলি আগ্রাসনকে হলোকাস্টের সঙ্গে তুলনা করে বলেন, ‘ফিলিস্তিনি জনগণের সঙ্গে গাজা উপত্যকায় যা ঘটছে, তা ইতিহাসের অন্য কোনো মুহূর্তে ঘটেনি। আসলে এমনটা ঘটেছে, যখন হিটলার ইহুদিদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন।’

মূলত ব্রাজিলের প্রেসিডেন্টের এই মন্তব্যের পরপরই ঘটনার শুরু। এ বক্তব্যের পরপরই তার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, ‘নাৎসি ও হিটলারের হলোকাস্টের সঙ্গে ইসরায়েলের তুলনা করে লুলা বিপদসীমা অতিক্রম করেছেন। ইসরায়েল সম্পূর্ণ বিজয় লাভ না করা পর্যন্ত আত্মরক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিতের জন্য লড়াই করছে। যা আন্তর্জাতিক আইনকে সমুন্নত রেখেই করা হচ্ছে।’

পরে দেশটিতে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করে একপ্রকার অপমান করে ইসরায়েল। জানা গেছে, ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মায়ারকে ডেকে হিব্রু ভাষায় একটি বিবৃতি শোনানো হয়। যদিও মায়ার নিজে হিব্রু জানেন না এবং সেখানে তার জন্য কোনো দোভাষীও রাখা হয়নি।

বিষয়টি জানতে পেরে মায়ারকে দেশে ডেকে পাঠায় ব্রাজিল। পরে অল্প সময়ের মধ্যেই তিনি দেশের পথে রওনা হন। এরপর ব্রাজিলে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানিয়েল জোনশাইনকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ইসরায়েলি রাষ্ট্রদূতকে কড়া ভাষায় তিরস্কার করেছেন বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র। এসময় ব্রাজিলের রাষ্ট্রদূত মায়ারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সে বিষয়ে ‘তীব্র অসন্তোষ’ প্রকাশ করা হয়।

সর্বশেষ নিউজ