২০ জানুয়ারি ২০২৫, সোমবার

সুন্নাতে খৎনা: শিশু আইহামের মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

সুন্নাতে খৎনা করাতে গিয়ে শিশু আইহামের মৃত্যুর ঘটনায় মামলা করেছে তার বাবা ফখরুল ইসলাম। ডা. এস এম মুক্তাদিরসহ ৩ জন নামীয় আর ৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেছেন তিনি। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে জেএস ডায়াগনস্টিক এন্ড হাসপাতালটি।

এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার কিছু পর রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালের অপারেশন রুমে সুন্নাতে খৎনার জন্য এনেস্থেশিয়া দেয়া হয় শিশুটিকে। যাতে গভীর ঘুমে তলিয়ে যায় আইহাম। পরিস্থিতি খারাপের দিতে যেতে থাকলে আরেকটি হাসপাতাল থেকে আনা হয় চিকিৎসক। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, চিরঘুমে চলে গেছে শিশুটি।

আইহাম রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। ছিল নিজের ক্লাসের ক্যাপ্টেন। পড়াশোনায় মনোযোগী থাকায় তাকে ঘিরে ছিল বাবা-মার আকাশ ছোঁয়া স্বপ্ন। কিন্তু আহনাব এখন দূর আকাশের তারা।

পরিবারের অভিযোগ, লোকাল এনেস্থেসিয়া দেয়ার কথা থাকলেও বারবার মানা করার পরও শিশুটিকে ফুল এনেস্থেসিয়া দেয়া হয়।

এদিকে আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মালিবাগের ওই হাসপাতাল পরিদর্শন করবে।

প্রসঙ্গত, এর আগেও এই হাসপাতালকে অনুমোদনহীন ঔষধ রাখার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

সর্বশেষ নিউজ