আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু’র বাসভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার নবনির্বাচিত রাষ্ট্রপতির গুলশানস্থ বাসভবনে আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
নবনির্বাচিত রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও কয়েকজন আত্মীয়-স্বজন এতে অংশ নিবেন বলে জানা গেছে।
দোয়া ও মোনাজাত পরিচালনায় থাকবেন আলেমওলামারা।
নবনির্বাচিত রাষ্ট্রপতির পারিবারিক সূত্রে জানা গেছে, ভাষা আন্দোলনের এই দিনে মাতৃভাষা ও ভাষার জন্য জীবনদানকারী বীর শহীদদের স্মরণে এই উদ্যোগ নেয়া হয়।