৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

ভাষা শহীদদের স্মরণে নবনির্বাচিত রাষ্ট্রপতির বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
spot_img

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু’র বাসভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আছর এই দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্যবর্গ, আত্মীয় স্বজন ও‌ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

নিরাপত্তা জনিত কারণে তিনি শহীদ মিনারে যেতে না পারায় গুলশানে নিজ বাসভবনে মিলাদের আয়োজন করেন।

এর আগে ভাষা শহীদ ও বঙ্গবন্ধু এবং তার শহীদ পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনায় করে কোরআন খতম করা হয়।

মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন‌ স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল কালাম।

এ সময় তিনি বলেন, আমরা বাংলা ভাষা পেয়েছি ভাষা সংগ্রামীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। তাদের অবদান বাঙালি জাতির ইতিহাসে অমর হয়ে আছে।

মুনাজাতের মাধ্যমেও তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দেশের কল্যাণ কামনা করা হয়। দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

মাতৃভাষা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হন দুদকের সাবেক কমিশনার ও সাবেক সিনিয়র জেলা জজ মোঃ সাহাবুদ্দিন চুপ্পু। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। পরে তার নিয়োগ সংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার।

সর্বশেষ নিউজ