সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত আবুল হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীকে ‘গলা টিপে হত্যার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি হয়েছে।
হুমকি দিয়েছেন হারিছ চৌধুরীর চাচাতো ভাই আশিক চৌধুরী। গত সোমবার হারিছ চৌধুরীর ভাতিজা রাহাত চৌধুরী কানাইঘাট থানায় এ জিডি করেন। রাহাত চৌধুরী কানাইঘাট উপজেলার দর্পনগর গ্রামের নজমুল হোসেন চৌধুরীর ছেলে। আশিক চৌধুরী সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি।
রাহাত চৌধুরী জানান, হুমকির বিষয়ে তিনি ২৩ জানুয়ারি কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ সেটি আমলে নেয়নি। এরপর তিনি একাধিকবার থানায় জিডি করতে গেলেও পুলিশের কাছ থেকে সহযোগিতা পাননি। অবশেষে গত সোমবার তিনি অনলাইনে জিডি করেন।
জিডি সূত্রে জানা যায়, আশিক চৌধুরী গত ১৭ জানুয়ারি উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের রামধন গ্রামে হারিছ চৌধুরীর বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নানা বিষয়ে দীর্ঘ বক্তব্য দেন। বক্তব্যের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি হারিছ চৌধুরীর মেয়েকে ‘গলা টিপে হত্যা’র হুমকি দেন। এ সময় হারিছ চৌধুরীর পরিবারের অন্য সদস্যদের নিয়েও বিষোদ্গার করেন তিনি। এ ছাড়া হারিছ চৌধুরী ও তার অন্যান্য ভাইয়ের পরিবারের সদস্যদের ওই এতিমখানায় ঢুকতে নিষেধ করেন এবং ঢুকলে মারধর করবেন বলে হুঁশিয়ারি দেন। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডি করা হলো।