২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করলো পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
spot_img

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এক‌ই সঙ্গে তিনি যুদ্ধের জন্য পারমাণবিক অস্ত্র (নতুন স্ট্র্যাটেজিক সিস্টেম) প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর হুমকিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানী মস্কোয় বার্ষিক ‘স্টেস্ট অব দ্য নেশন’ ভাষণে ভ্লাদিমির পুতিন এসব বিষয় উল্লেখ করেন।

তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া তাঁর লক্ষ্য অর্জন করবে। পাশাপাশি পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়াকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত হওয়ার অভিযোগ করেন তিনি।

রূশ প্রেসিডেন্ট এ সময় বলেন, ‘পশ্চিমারা এটা বুঝতে পেরেছে যে, যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা অসম্ভব। ’

যুক্তরাষ্ট্র এই যুদ্ধকে বৈশ্বিক সংঘাতে রূপ দিতে চাইছে অভিযোগ করে পুতিন বলেন, ‘নিউ স্টার্ট’ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করছে রাশিয়া।

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শুধু নিউ স্টার্ট চুক্তিই কার্যকর ছিল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ২০১০ সালে এই চুক্তিতে সই করেছিলেন। চুক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মোট কী পরিমাণ পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে, তার সংখ্যা নির্দিষ্ট করা হয়েছিল। ২০২১ সালে চুক্তির মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়িয়েছিল সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই দেশ

সর্বশেষ নিউজ