১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতার আশ্বাস জাতিসংঘের

কূটনৈতিক প্রতিবেদক
spot_img
spot_img

আসছে জাতীয় নির্বাচনের বাকি মাত্র ১০ মাস। দেখতে দেখতেই চলে যাবে দশ মাস। নির্বাচনকে সামনে রেখে এর‌ই মধ্যে নানারকম মেরুকরণ শুরু হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো চায় একটি সুষ্ঠু নির্বাচন।

আগামী নির্বাচনে সহযোগিতার কথা জানালো জাতিসংঘ। গত সোমবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সংস্থাটির মনোভাব তুলে ধরেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি লুইস গুয়েন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়ে বলেন, এবার জাতীয় নির্বাচনে সহযোগিতার অনুরোধ করছে অনেকেই। এ বিষয়ে ইসির মতামত নেবে মন্ত্রণালয়।

আগের দুটো নির্বাচন নিয়ে অসন্তোষ ছিল অনেকের। অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া এবং নির্বাচন পূর্বসহিসংতার অভিযোগে, ২০১৪ ও ২০১৮ সালের ভোটে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। তবে ২৭ দেশের এই জোট মনে করে আগামী নির্বাচনে সব দল অংশ নেবে। আর তাই পর্যবেক্ষক পাঠাতে চায় তারা। সম্প্রতি সেই মনোভাবের কথা ইইউ এর পক্ষ তুলে ধরা হয় আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে।

এদিকে ঢাকা সফরে অন্যতম শীর্ষ মার্কিন কূটনীতিক ডেরেক শোলেও জানিয়েছেন, নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর কথা।

 

সর্বশেষ নিউজ