১৩ জুন ২০২৫, শুক্রবার

৩ মার্চ শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন ড. ইউনূস, চাইবেন জামিন

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

শ্রম আইন লঙ্ঘন মামলার রায় বাতিল চেয়ে আপিল করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে আগামী রোববার (৩ মার্চ) শ্রম আপিল ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে জামিনও চাইবেন তিনি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন চ্যানেল 24 কে এ তথ্য নিশ্চিত করে বলেন, যেহেতু সেদিন পর্যন্ত জামিনের মেয়াদ, কাজেই হাজির হতেই হবে। আমরাও যাবো জামিনের মেয়াদ বাড়াতে।

যদিও সেদিন শ্রম আপিল ট্রাইব্যুনালে মামলার শুনানি হবে বলে মনে করেন না তিনি। আব্দুল্লাহ আল মামুন বলেন, যেহেতু বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল শুনানির জন্য ৬ মার্চ দিন ধার্য করেছেন কাজেই সেদিন পর্যন্ত শুনানি করতে পারবেন না শ্রম আপিল ট্রাইব্যুনাল।

এর আগে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. ইউনূসের। তবে ৩০ দিনের মধ্যে আপিলের শর্তে জামিন পান ইউনূসসহ ৪ জন। সেই সময়সীমার মেয়াদ শেষ হবে ৩১ জানুয়ারি।

সর্বশেষ নিউজ