২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পূর্বাচলে আন্ডারপাসে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ২২

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

রাজধানীর পূর্বাচলে আন্ডারপাসে পিকনিকের একটি দোতলা বাস দুর্ঘটনায় পড়ে। এতে ২২ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পিকনিকে যাচ্ছিল।

শনিবার (২ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। পরে খবর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ঢাকা জোন-৩) মুহাম্মদ সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকালে ঢাকা থেকে বিআরটিসির একটি দোতলা পিকনিকের বাস পূর্বাচল সী-সেল পার্কে যাচ্ছিল। তিনশ ফিট সড়কের তিন নম্বর ব্রিজের আন্ডারপাসে এটি দুর্ঘটনায় পড়ে। আন্ডারপাস পার হওয়ার সময় এটি এক পাশের দেওয়ালে আটকে যায়।

খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পাঠানো হয়।

জানা গেছে, বাসটিতে তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য ছিলেন।

সর্বশেষ নিউজ