রাঙামাটিতে অস্ত্রের মুখে টিটু নামের এক নির্মাণ শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা।শনিবার (২মার্চ) রাতে জেলা শহরের কলেজ গেইট এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
টিটু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের রেস্ট হাউস নির্মাণ কাজের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
সরকারি এ প্রতিষ্ঠানটির উন্নয়ন কাজের বাস্তবায়নকারী ঠিকাদার মোহাম্মদ সেলিম উল্লাহ অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, আমরা ঘটনাটি জেনেছি। প্রায়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।