৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, খালেদা জিয়া আর রাজনীতি করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক
spot_img

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। তার নির্বাচনের প্রশ্নই আসে না।

যে শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে জেলের বাইরে রাখা হয়েছে সেই শর্ত অনুযায়ী খালেদা জিয়ার রাজনীতি করারও এখতিয়ার নেই।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমান, শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন বলে গণমাধ্যম যা বলছে, সেটা আইনমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা। তাই তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, খালেদা জিয়া আর রাজনীতি করতে পারবে না।

বইমেলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখনও বইমেলায় এমন কিছু বই প্রকাশিত হয় যেগুলোর মান নিয়ে প্রশ্ন আছে। বেশি বেশি বই প্রকাশ হওয়া ভালো কিন্তু সেগুলোর মানও ঠিক থাকতে হবে।পাঠক তৈরি করতে হলে ভালো ব‌ইয়ের বিকল্প নেই।

সর্বশেষ নিউজ