৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

খালেদা জিয়ার রাজনীতিতে আসা না আসা নিয়ে সরকারের আগ্রহ নেই

নিজস্ব প্রতিবেদক
spot_img

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না, মুক্তির আগে দেয়া মুচলেকায় এমন শর্ত ছিলো না বলে জানিয়েছেন আইন ও বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, খালেদা জিয়ার রাজনীতিতে আসা বা না আসা নিয়ে সরকারের কোন আগ্রহ নেই।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেশের ভেতর চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না, এই দুটি শর্তে সাজা স্থগিত রেখে কারামুক্তি দেয়া হয়।

মন্ত্রী বলেন, রাজনীতি করতে পারবেন না; এমন কোনো কথা মুক্তির আবেদনে ছিল না।

আনিসুল হক বলেন, সংবিধানের এক চুল বাইরে গিয়ে জাতীয় নির্বাচন হবে না। সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় সরকার। তবে কে আসবে বা না আসবে সেটা তার নিজের ব্যাপার। সরকারের ব্যাপার নয়।

সর্বশেষ নিউজ