টাকা পয়সা নয় দেশে এসে শারীরিক এবং মানসিক চাহিদা পূরণ করার আকুতি জানিয়েছেন একজন ওমান প্রবাসীর স্ত্রী। দরখাস্ত আকারে লেখা সেই আবেদনটি এইদিন এই সময়ের কাছে পাঠিয়েছেন সেই ওমান প্রবাসী স্বামী।
দেশে ফিরে আসতে বারংবার এমন তাগিদে সাড়া না দেওয়ার বিষয়টি স্ত্রীকে জানালে সবশেষে স্ত্রী তাকে এই দরখাস্ত পাঠান বলে এইদিন এইসময়কে জানান ওমান প্রবাসী আমজাদ হোসেন (ছদ্মনাম)।
ওমান প্রবাসীকে লেখা স্ত্রীর আবেদনটি হুবহু তুলে ধরা হল-
বরাবর…
প্রিয় স্বামী..
আমার সালাম নিবেন, আসসালামু আলাইকুম.
বিষয়ঃ আপনি প্রবাস থেকে ফিরে আসার আকুল আবেদন।
জনাবঃ এই যে আমি মোসাঃ লায়লা সুলতানা (ছদ্মনাম) আপনার একমাত্র নতুন স্ত্রী, প্রিয় স্বামী আপনি কেমন আছেন? আপনি যেমনি থাকেন না কেন প্রবাসে, আমিও কিন্তু ভালো নেই দেশে! আপনি বিয়ে করার মাত্র আড়াই মাসের মধ্যে আমাকে ছেড়ে দূর প্রবাসে চলে গেছেন, একজন স্ত্রী হিসাবে আপনার আদর সোহাগ থেকে দূরে আছি আমি, আমি কখনো চাই না আপনি আমাকে ছেড়ে দূর প্রবাসে থাকেন? আমি জানি পরিবারের কথা মাথায় রেখে আপনি চলে গেছেন, আজ গরীব বলে আমরা অনেক দূরে পড়ে আছি, আমি এখন পেগনেন্সি অবস্থায় আছি, সবসময় একাকিত্মে থাকি যা খুবই কষ্টকর, এই সময় একজন স্বামীকে স্ত্রীর কাছে থাকা খুবই প্রয়োজন, কিন্তু আপনি না-ই? প্রিয় স্বামী আপনি দ্রুত চলে আসুন আমার আর সহয্য হচ্ছে না, আমি আপনাকে মিস করতেছি, আমার শারীরিক মানসিক সব চাহিদা আপনি পূরণ করুন প্লিজ আমি টাকা পয়সা চাই না আমি শুধু চাই আপনার আদর ভালোবাসা, প্লিজ আপনি আমার কথা একবার ভাবুন আমি আপনাকে ছাড়া আর থাকতে পারছি না প্রিয় স্বামী…… ভালো থাকেন ভালো রাখুন প্লিজ।
নিবেদক…
মোসাঃ লায়লা সুলতানা (ছদ্মনাম)