৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-বোনাস

ডেক্স রিপোর্ট
spot_img

শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম জানিয়েছেন, তৈরি পোশাক শ্রমিকরা ঈদের ছুটির আগেই বেতন ও বোনাস পাবেন। বুধবার (২০ মার্চ) শ্রমিক-মালিক ও সরকারপক্ষের বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন বলেন, ঈদের ছুটির আগেই তৈরি পোশাক শ্রমিকদের বেতন বোনাস দেওয়া হবে।

ছুটির বিষয়ে কারখানার মালিক-শ্রমিকরা সিদ্ধান্ত নেবে বলেও জানান প্রতিমন্ত্রী।

নজরুল ইসলাম বলেন, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই এবং কৌশলে কোনো কারখানা বন্ধ করা যাবে না। মালিক-শ্রমিক ও সরকার তিনপক্ষ মিলে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে, সেগুলো সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে। সুতরাং শ্রমিকদের অসন্তোষ হওয়ার কোনো আশঙ্কা নেই।

এ সময় শ্রমিকরা যাতে রাস্তায় নেমে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে বিষয়ে শিল্প পুলিশ সতর্ক থাকবে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম।

সর্বশেষ নিউজ