১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

তালেবানের রাজনৈতিক সদর দফতর হিসেবে পরিচিত আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিনজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে। প্রাদেশিক এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

তালেবান কর্তৃপক্ষ বলেছে যে, ক্ষতিগ্রস্তরা সরকারিভাবে পরিচালিত নিউ কাবুল ব্যাংকের বাইরে তাদের বেতন পেতে জড়ো হয়েছিল যখন একজন আত্মঘাতী বোমা হামলাকারী তার শরীরে বিস্ফোরক বিস্ফোরণ ঘটায়।

কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতির পরিচালক ইনামুল্লাহ সামাঙ্গানি এএফপি’কে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী আজ স্থানীয় সময় সকাল প্রায় ৮টার দিকে কান্দাহার শহরে আত্মঘাতী হামলায় তিনজন আফগান নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছে।’

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হামলার তদন্ত চলছে।

কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে মারাত্মক এই বোমা হামলার দায় স্বীকার করেনি।

সর্বশেষ নিউজ