২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়িয়েছে এক বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
spot_img

পুরো এক বছর ধরে চলছে দুই দেশের সামরিক যুদ্ধ। ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্ণ হলো আজ। ২০২২ সালের আজকের দিনে অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর আক্রমণ করে রাশিয়া। এরপর থেকে সমগ্র বিশ্বের ওপর যুদ্ধের প্রভাব পড়তে শুরু করে।‌ জ্বালানির মূল্য বেড়ে যায়। ডলারের দাম উঠানামা শুরু করে। এরফলে দেশে দেশে অর্থনৈতিক মন্দা দেখা দেয়।

বিশ্লেষকরা আশঙ্কা করছে, এই যুদ্ধ ঘিরে রাশিয়া-যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির লড়াই যে কেবল বিশ্ব অর্থনীতি হুমকির মুখে ফেলছে তাই নয়, বিশ্বকে ঠেলে দিচ্ছে পারমাণবিক যুদ্ধের দিকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক পরমাণু চুক্তি বাতিল ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার রুশ হুমকির পর তীব্র হচ্ছে সেই শঙ্কা।

বিশ্লেষকরা আরো বলছেন, ইউক্রেন যুদ্ধ গত ৬০ বছরের যেকোনো সময়ের চেয়ে এই দুই দেশকে সরাসরি সংঘর্ষের কাছাকাছি ঠেলে দিয়েছে। চুক্তি বাতিল করে পুতিন মারাত্মক ভুল করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেইসঙ্গে দিয়েছেন ইউক্রেনকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতিও।

ফলে প্রতিটি পদক্ষেপে রাশিয়া বিরুদ্ধে যাওয়ায় বেড়ে চলেছে পারমাণবিক সংঘর্ষের আশঙ্কা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত করে। প্রায় ৮৮ লাখের বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে। আরও লক্ষাধিক মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে,যুদ্ধের দামামা থামাতে শান্তির বার্তা নিয়ে মস্কো যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। বেইজিংয়ের সমর্থনের জোরেই ওয়াশিংটনের সঙ্গে মস্কো চুক্তি বাতিল করলো কি না, তা নিয়েই নতুন করে প্রশ্ন জাগছে সবার মনে।

ইউক্রেনে সর্বোচ্চ আক্রমণ চালানোর এক বছর হওয়ার ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিল করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১০ সালে হওয়া ওই চুক্তির অধীনে মস্কো ও ওয়াশিংটন ১ হাজার ৫৫০টির বেশি কৌশলগত পারমাণবিক ওয়্যারহেড এবং সর্বাধিক ৭০০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমান মোতায়েন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তিটি বাতিল করে রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ওয়াশিংটন পারমাণবিক পরীক্ষা চালালে একই পথে হাটবে মস্কোও।

সর্বশেষ নিউজ