দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচ বাংলাদেশি। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।
নিহত পাঁচ বাংলাদেশির চারজনের বাড়ি ফেনী ও অপরজনের বাড়ি নোয়াখালী জেলায়। তারা হলেন, ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন, দাগনভূইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ, মো. হোসেন এবং তার ছেলে নাজিম হোসেন। অন্যদিকে আহতরা হলেন, আনিসুল হক ও নাহিদ।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিদের এয়ারপোর্টে পৌঁছে দেয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কেপটাউন থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বাফেলো নামক শহরে মালবোঝাই একটি লরির সঙ্গে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ বাংলাদেশি মারা যান। গুরুতর আহত দুই বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।