গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) রাতে উপজেলার গয়লাকান্দিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের মৃত মোফাজ্জেল মাতুব্বরের ছেলে মো. ফায়েজুল মাতুব্বর (১৭) ও একই গ্রামের মো. ওমর আলী শেখের ছেলে মো. হাফিজুল শেখ (১৮)।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই এসএম জালাল বিন আমির জানান, একটি মোটরসাইকেলে করে দুই বন্ধু ফায়েজুল ও হাফিজুল দক্ষিণ গঙ্গারামপুর থেকে জলিরপাড়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গয়লাকান্দি এলাকায় সড়কের পাশে পার্কিং করা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ফায়েজুল নিহত ও অপর আরোহী বন্ধু হাফিজুল আহত হন।
তিনি আরও জানান, স্থানীয়রা আহত হাফিজুল শেখকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।