রেলমন্ত্রী জিল্লুল হাকিম দাবি করেছেন, রেলের টিকিট কালোবাজারি এখন আর নেই। আসন্ন ঈদ যাত্রায় ট্রেনযাত্রীদের ভোগান্তি কমাতে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে এর থেকে ভালো ব্যবস্থা হতে পারে না।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রা শুরু হয়েছে। শান্তিতেই মানুষ বাড়িতে যাচ্ছেন। সীমিত সম্পদ দিয়ে আমরা ভালো ব্যবস্থাপনা রেখেছি। এর থেকে আর ভালো ব্যবস্থাপনা হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘এবার টিকিট নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ শোনা যায়নি। আশা করি, ট্রেন যাত্রীরা ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাবে।’
এসময় তিনি জানান, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত আন্তঃনগর এবং চুয়াডাঙ্গার দর্শনা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত শাটল ট্রেন চালু করা হবে।
এর আগে ‘হার পাওয়ার প্রকল্পে’র প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫ জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম। সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধির সক্ষমতা থেকে আমরা অনেকে পিছিয়ে। যার কারণে প্রধানমন্ত্রীর গ্রহণ করা অনেক ভালো কাজ আমরা বুঝতে পারি না। তিনি সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করেন। মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে, নারীরা স্বাবলম্বী হয়ে কর্মক্ষেত্রে সফল হতে পারে এটিই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য।
প্রসঙ্গত, ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি ২৫ মার্চ শুরু হয়ে শেষ হয়েছে ৩১ মার্চ। এবার ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে গত ৩ এপ্রিল। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)