৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

পালিয়ে বিয়ে : ফুলসজ্জার পরই মিলল বরের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
spot_img

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতাল থেকে ইয়াছিন আরাফাত আবিদ (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আবিদ জেলা শহরের পশ্চিম পাইকপাড়ার ট্যাংকেরপাড় এলাকার হেলাল মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী তৃষাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, একটি বেসরকারি হাসপাতাল থেকে ইয়াছিন আরাফাত আবিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে মরদেহের সঙ্গে তৃষা নামের এক তরুণী ছিল।

তরুণী জানান, আবিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বুধবার তারা পরিবারের অজান্তে বিয়ে করে পরিচিত একটি বাসায় ছিলেন। বৃহস্পতিবার সকালে টয়লেট থেকে ফিরে দেখে, আবিদ আত্মহত্যা করেছে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ নিউজ