সাতক্ষীরার জেলার ঐতিহ্যবাহী পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামটি জরাজীর্ণ অবস্থায় এক যুগেরও বেশি সময় ধরে পড়ে আছে।
জানা গেছে, ১৯৮২ সালে অডিটোরিয়ামটি নির্মাণ করা হয়। যেখানে সরকারি ভাবে পাটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। উপজেলার পাট চাষীদের নিকট থেকে সরকারি ভাবে সরাসরি পাট কেনা হতো। পাট কেনা বন্ধ হলে অডিটোরিয়ামটি বিদ্যালয়ের শ্রেণি কক্ষ হিসেবে ব্যবহার করা হতো।
তাছাড়া উক্ত অডিটরিয়ামটি এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশস্থল হিসেবে ব্যবহার করা হতো। অল্পদিনেই ভবনটিতে ফাঁটল দেখা দেয়। এ অবস্থাতেই অডিটোরিয়ামটিতে সামাজিক-সাংস্কৃতি অনুষ্ঠানের পাশাপাশি সরকারি-বেসরকারি সভা-সেমিনার ও রাজনৈতিক দলগুলোর সম্মেলন বন্ধ হয়ে যায়। ঝুঁকিপূর্ণ হবার ফলে সেখানে আর কোন অনুষ্ঠানাদি করা হয় না।
সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান জানান, পাটকেলঘাটা এলাকায় কোন সরকারি অডিটোরিয়াম না থাকায় রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও সামাজিক কর্মকান্ড পরিচালনায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করতে হয়। জরুরী ভিত্তিতে অডিটোরিয়ামটি সংস্কার করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের তুলনায় শ্রেণিকক্ষ কম থাকায় অডিটোরিয়ামটি বিদ্যালয়ের হলরুম বা কমন রুম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। দীর্ঘ প্রায় এক যুগ অডিটোরিয়ামটি সংস্কার না করায় সেটি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাছাড়া এলাকার রাজনৈতিক দলের সভা সেমিনার সমাবেশ করতে অসুবিধা হচ্ছে।
তিনি আরও বলেন, সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড: মুস্তফা লুৎফুল্লাহ গত ২০ ফেব্রুয়ারি পাটকেলঘাটা হাইস্কুলে কৃতি শিক্ষাক্ষার্থীদের সংবর্ধনা সভায় স্কুল অডিটোরিয়াম সংস্কারের জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দের আশ্বাস প্রদান করেন।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বরাদ্দের বিষয়টি আমার জানা নেই। তবে অডিটোরিয়ামটি সংস্কার করা প্রয়োজন বলে তিনি মনে করেন।