২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

ফুটবলের উন্নয়নে ব্রাজিলের কাছে যা চায় বাফুফে

স্পোর্টস ডেস্ক
spot_img
spot_img

ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা দুইভাগে বিভক্ত হয়ে পড়েন। ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থনে এ দেশের ফুটবলপ্রেমীরা নিজেদের মাতিয়ে রাখেন। ফুটবলের অন্যতম সফল দেশ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুই দিনের সফরে এসেছেন বাংলাদেশে।

মাউরোর সফরে আলোচ্য বিষয়গুলোর মধ্যে আছে ফুটবলও। ব্রাজিলের কাছে ফুটবল উন্নয়নে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ ব্যাপারে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফর চলাকালেই সমঝোতা চুক্তি সই হওয়ার কথা ছিল। যদিও শেষ মুহূর্তে সেই চুক্তিটি সই হয়নি। তবে অচিরেই ফুটবল উন্নয়নবিষয়ক সমঝোতা চুক্তি সই হবে।

সমঝোতা চুক্তির আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাফুফের কাছ তাদের চাহিদা সম্পর্কে জানতে চেয়েছে। সে অনুযায়ী দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নিজেদের চাহিদার একটি তালিকাও দিয়েছে।

বাফুফে ব্রাজিলের কাছে কী কী চেয়েছে, এমন প্রশ্নে সাধারণ সম্পাদক ইমরান বলেন, ‘আমরা মূলত কোচ, একাডেমি ও প্রশিক্ষণে সাহায্য চেয়েছি। তাদের কাছে আমরা কোচ চেয়েছি। তারা যেন আমাদের কোচদের প্রশিক্ষণ দেয়। বয়সভিত্তিক ফুটবলেও সহযোগিতা চেয়েছি। ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলো এখানে নিয়মিত খেলতে এলে বাংলাদেশের ফুটবল লাভবান হবে। নারী ফুটবলেও আমরা সহযোগিতা চেয়েছি।’

সর্বশেষ নিউজ