সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল লাইনে উপরে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে ইয়াদুল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতুর উপর এ ঘটনা ঘটে। মৃত ইয়াদুল উল্লাপাড়া আদর্শগ্রামের আব্দুল লতিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইয়াদুল হোসেন মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘাটিনা ব্রিজের উপর দিয়ে হাঁটছিল।
এসময় চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন চলে আসে। আশেপাশের লোকজন যুবকটিকে ডাকাডাকি করলেও ফোনে মগ্ন থাকায় সে শুনতে পায়নি। মুহুর্তের মধ্যেই ট্রেনের সাথে ধাক্কা লেগে যুবকটির দেহ দুভাগ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, নিহত যুবক তার স্ত্রীর সাথে অভিমান করে সকালে বাড়ি থেকে বের হয়েছিল।
পরে ঘাটিনা রেলওয়ে সেতুর উপর ফোনে কথা বলছিলেন। এসময় ট্রেন এসে তাকে ধাক্কা দেয় ঘটনাস্থলে সে মারা যায়। লাশ রেলওয়ে পুলিশ তাদের আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)