আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব নিজের উচ্চতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। উচ্চতাজনিত শরীরিক সমস্যায়ও ভোগছেন তিনি। অকপটে বলেছেন সে কথা। এমনকি তার যে সমস্যা, অন্যরা যেনো একই সমস্যায় না ভোগেন সে কথাও বলেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এসব কথা বলেছেন সানাই। এ নিয়ে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সানাই লেখেন, ‘আসসালামু আলাইকুম। একটা ভীষণ জরুরি বিষয় জানাতে চাচ্ছি, যদিও অনেকেই জানেন তারপরও।
প্রায় ৩ বছর ধরে আমার উচ্চতা বেড়েই যাচ্ছিলো। আমার উচ্চতা ১৭ বছর বয়সে ৫ ফিট ২ ইঞ্চি ছিল কিন্ত এখন প্রায় ১১ বছর পর আমার উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চিতে দাঁড়িয়েছে। সাথে প্রায়শই পেট ব্যথা, জিহ্বার স্বাদ না থাকা সমস্যাও আছে। ’
স্ট্যাটাসটির সঙ্গে চিকিৎসকের প্রেসক্রিপশন যুক্ত করে তিনি আরও লিখেছেন, ‘প্রথমে অনেক খুশি ছিলাম যে যাক লম্বা তো হচ্ছি।
পরে অনেক টেস্টের পর জানতে পারি, এটা হরমোনাল ইমব্যালান্সের কারণে হয়েছে। সো যাদের এরকম সমস্যা হচ্ছে তারা বসে না থেকে ভালো চিকিৎসকের কাছে যান।’