২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

৫৩ আসন ফাঁকা রেখেই কুবিতে ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা

কুবি প্রতিনিধি
spot_img

৫৩ আসন খালি রেখেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষ স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ।

এতে ‘এ’ ইউনিটে একটি ও ‘বি’ ইউনিটে মোট ৫২টি আসনসহ মোট ৫৩টি আসন ফাঁকা রেখেই সম্পন্ন করা হয়েছে চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।

‘এ’ ইউনিটে একটি; ‘বি’ ইউনিটভূক্ত (বিভাগ পরিবর্তনজনিত আসন ৪৪টি) সোশ্যাল সাইন্স ফ্যাকাল্টিতে ৮টি; সায়েন্স ফ্যাকাল্টিতে ৪২টি এবং বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে ২টিসহ মোট ৫৩টি আসন ফাঁকা রাখা হয়েছে এবারের ভর্তিতে। এ আসনগুলোর মধ্যে সায়েন্স ফ্যাকাল্টিতে ৪২টি এবং বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে আসন ২টি।

গুচ্ছ অধিভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বিত ভর্তি কার্যক্রমে অংশ নিয়ে ভর্তি নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আর গুচ্ছভুক্ত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গত জানুয়ারিতেই তাদের ক্লাস শুরু করেছিল। তবে, অধিকাংশ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি শেষ করলেও বাকী রয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি আমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। আরও মেধাতালিকা প্রকাশ করা হবে কি না এ বিষয়ে আমাদের পরবর্তী মিটিংয়ে এই সিদ্ধান্ত নেবেন উপাচার্য স্যার।

একই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন জানান, আর কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। কারণ, ক্লাস শুরু হয়েছে জানুয়ারির ২৩ তারিখ। এখনও যদি আমরা ভর্তিই নিতে থাকি, তাহলে সেশনজট হবে। তাই আমরা নতুন করে আর ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সর্বশেষ নিউজ