২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

মধ্যরাতে মোটরসাইকেল নিয়ে বের হয়ে লাশ হলেন কলেজছাত্র

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসতিয়াক ইসলাম সাফিন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ইমাম হাসান (১৯) নামে তার এক বন্ধু।

রোববার (৫ মে) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে, শনিবার (৪ মে) রাত ৩টার দিকে দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাফিনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সাফিনের মামা পাভেল আহমেদ জানান, শাফিন ও ইমামের বাসা গাজীপুরের টঙ্গী থানার চেরাগআলী বড় দেওড়া এলাকায়। উত্তরা কমার্স কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সাফিন। তার বাবার নাম আব্দুর রশিদ।

তিনি আরও জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মধ্যরাতে ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরছিল তারা। তখন বৃষ্টি হচ্ছিল। পথে বিমানবন্দর গোলচত্বর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাফিন। তখন রাস্তায় ছিটকে পড়ে দুজনই।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সাফিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর আহত ব্যক্তি চিকিৎসাধীন।

সর্বশেষ নিউজ