২০ জানুয়ারি ২০২৫, সোমবার

করোনার টিকার পার্শ প্রতিক্রিয়া নিয়ে অনুসন্ধ্যান চলছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অ্যাসট্রাজেনেকার ভ্যাকসিনের পার্শ প্রতিক্রিয়া নিয়ে দেশে অনুসন্ধান করছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এখন পর্যন্ত কোনো উপসর্গ পাওয়া যায়নি। তবে স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে।

বুধবার (৮ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, সম্প্রতি সারাবিশ্বে অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় টিকা প্রত্যাহার করেছে অ্যাস্ট্রাজেনেকা।

দেশের ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্যালাইন ও চিকিৎসা সরঞ্জাম সংকট না হয় সে ব্যাপারে সতর্ক আছে স্বাস্থ্য বিভাগ। তবে, মশা নিয়ন্ত্রণ করতে না পারলে হাসপাতালে চিকিৎসা দিয়ে সংকট মোকাবিলা করা সম্ভব হবে না। এ ব্যপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার।

সর্বশেষ নিউজ