রাজধানীতে বাসার টয়লেট থেকে কুলসুম (১৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত আটটার দিকে সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খাতুন জানান, খবর পেয়ে ১১ নম্বর সিদ্বেশ্বরী রোড সুশীল সমাজের গলির একটি বাসার টয়লেটে শাওয়ারের ঝর্ণার পাইপের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।