১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

ঢাকার মেট্রোয় চড়তে চান ব্রিটিশ প্রতিমন্ত্রী

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

ঢাকা সফররত যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান মেট্রোরেলে ভ্রমণের আগ্রহ ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে হওয়া বৈঠক মেট্রোরেলে ভ্রমণের আগ্রহের কথা জানান ব্রিটিশ প্রতিমন্ত্রী।

এসময় ব্রিটিশ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে ট্রিভেলিয়ান দুই দেশের বাণিজ্য সম্পর্কে সন্তোষ ব্যক্ত করে এর আরও সম্প্রসারণে জোর দেন।

বৈঠকে পূর্ব সম্মতির ভিত্তিতে যুক্তরাজ্য থেকে এয়ারবাস কেনা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও রোহিঙ্গা প্রত্যাবাসনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সর্বশেষ নিউজ