জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কালবেলার প্রতিনিধি মাহমুদুল হাসান তানভীর। এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মামুন শেখ।
সোমবার বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান। সাথে ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী।
কমিটির অন্য পদের মধ্যে সহ-সভাপতি পদে দ্য ডেইলি ক্যাম্পাস-এর সাগর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাগো নিউজ-এর রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠের মিনহাজুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মানবজমিনের জয়নুল হক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সমকালের ইমরান হুসাইন, কার্যনির্বাহী সদস্য-১ পদে ঢাকা পোস্টের মাহতাব লিমন, কার্যনির্বাহী সদস্য-২ পদে দৈনিক আজকালের খবরের তৌফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।