৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ডেক্স রিপোর্ট
spot_img

নরসিংদীর পাঁচদোনায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছে। শনিবার (১১ মে) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে মাইক্রোবাসের আরও ৩ যাত্রী।

নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক কিশোরগঞ্জ জেলার নান্দাইল এলাকার বাসিন্দা আবদুস সালাম (৪৩) ও চট্টগ্রাম জেলার বাসিন্দা যাত্রী পিয়াল (২৬)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। পরে ভোর ৬টার দিকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে আসলে ঢাকা অভিমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম ও পিয়াল নামের যাত্রী নিহত হয়। আহত হয় মাইক্রোবাসে থাকা আরও ৩ যাত্রী। তারা হলো, শাকিব (২৬), আকিব (২৬) ও অমিত (২৭)।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই জনের মরদেহ উদ্ধার করে মাধবদী থানায় হস্তান্তর করেছি। এ ঘটনায় আরও ৩ জন যাত্রী আহত হয়েছে। তবে আহতদের আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আশে-পাশের হাসপাতালে নিয়ে ভর্তি করে।

ইটাখোলা হাইওয়ে থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হেসেন বলেন, যাত্রবাহী বাসের বেপেরায়া গতি ও লেন পরিবর্তনের কারণে এই দূর্ঘটনা ঘটেছে। বাসটি চালক নারায়ণগঞ্জ জেলার ভূলতা এলাকায় রেখে পালিয়ে গেছে। পরে আমরা বাসটি আটক করি।

এ ঘটনায় স্বজনদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

সর্বশেষ নিউজ