রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে সেতু থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (১০ মে) দেশটির জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ দূর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
শনিবারের (১১ মে) বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ সূত্রে জানিয়েছে, শুক্রবার একটি সেতুর রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে যায়। সে সময় বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিল।
রয়টার্স জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সেইন্ট পিটার্সবার্গ নগরীর কেন্দ্রস্থলে, এখানে ওই সেতুর কাছে বাসটি প্রায় পুরোপুরি নিমজ্জিত হয়ে যায়।
কর্তৃপক্ষের প্রকাশ করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে, সেতুর ওপর বাসটি ঝাঁকি খেতে খেতে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে কিছুদূর ঠেলে নেয়, এরপর বাঁক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।
বাসটি দুর্ঘটনার কবলে পড়লে স্থানীয়রা ওই নদীতে নেমে উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় ওই বাসের চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে।