২০ জানুয়ারি ২০২৫, সোমবার

সাবেক এমপি গিয়াস উদ্দিন কারাগারে

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

অবৈধ সম্পদ অর্জনের মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ মে) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন গিয়াস উদ্দিন। পরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে এক কোটি ৪১ লাখ ৮৬ হাজার ৯৩১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে নিজের ভোগ-দখলে রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিন আশির দশকে জাতীয় পার্টি করতেন।

উল্লেখ্য, ৯০ এর দশকে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০০১ সালে মনোনয়ন চেয়ে না পেয়ে আওয়ামী লীগ ছাড়েন তিনি। এরপর তিনি যোগ দেন বিএনপিতে। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে জয়ী হয়েছিলেন নারায়নগঞ্জের গিয়াস উদ্দিন। বর্তমানে মুহাম্মদ গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ নিউজ